প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ PM
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিত হলো চার দেশীয় সুপার ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ১৬টি দল। বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের উদ্যোগে আয়োজিত দেশটিতে এই প্রথম বড় ধরনের ক্রিকেট ইভেন্ট। দিনব্যাপী চলা এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইন্ডিয়ান ফ্রেন্ডস ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় শ্রীলঙ্কান প্রবাসীদের টরন্টো ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানি দলের খেলোয়াড় মো. সিরাজ, ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সাইদুল ইসলাম। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিশ্ব নগরী খেতাব পাওয়া মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চার দেশীয় সুপার ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন- ধীরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ, মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. ইসহাক, বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব জিল্লুর রহমান, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, ধীরাগু টেলিকমিউনিকেশন অফিসার মার্কেটিং অফিসার সুজা, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ হান্নান খান কবির, ইউএস বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপ স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভিলা ওয়েস্টার্ন ইউনিয়ন প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ তানভীর, মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. ফারুক ও মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
ইভেন্ট শেষে বাংলাদেশসহ শত ব্যস্ততার মাঝে খেলা উপভোগ করতে মাঠে আসা প্রবাসী দর্শকদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মালদ্বীপের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি ধীরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ।
প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই প্রবাসীদের প্রত্যাশা প্রতিবছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার। এছাড়াও এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশিদের কাছে দেশের মর্যাদার গুরুত্ব বৃদ্ধিতে ত্বরান্বিত হবে।