প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৩২ PM
লালমনিরহাটের কালীগঞ্জে যে হারে মোবাইল ক্যাসিনো চালু হয়েছে এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ংকর পথে এগিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।
মোবাইলে ক্যাসিনো (জেট উইন, রাজা বাজী, বাজী লাইভ, মসভিট)সহ বিভিন্ন ধরণের অ্যাপসের মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট করছে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী এবং বিভি যুবকরা। তারা ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটসহ যেখানে ইচ্ছে মোবাইলে গেম চালু করে সন্ধা থেকে শুরু করে চালিয়ে যাচ্ছে এই ক্যাসিনো খেলা। সচেতন মহল বলছেন, এখনই সময় এসব মোবাইল ক্যাসিনো বন্ধ করার। সময় থাকতে এসব বন্ধ না করলে ভবিষ্যতে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আগে বাঁশ ঝাড় কিংবা পরিত্যক্ত ঘরে বসে বা নির্দিষ্ট কোনো স্থানে কযেকজন বসে তাস খেলতো । বা যে কোনো মুহূর্তে প্রশাসন চাইলে দমন করতে পারত। কিন্তু এখন যেভাবে মোবাইলে ক্যাসিনো চলছে তা দমন করা কঠিন হয়ে পড়ছে। উক্ত ক্ষতিকর অ্যাপসগুলো গুগল থেকে বন্ধ করে দেওয়াটা উত্তম বলে মনে করেন সচেতন মহল।
সচেতন মহলের বেশ কয়েকজন বলেন, প্রত্যেকটি জিনিসের ভালো মন্দ দিক রয়েছে। বর্তমানে যুব সমাজ যেভাবে মোবাইলে ক্যাসিনোতে আকৃষ্ট হচ্ছে, এতে করে ভবিষ্যতে যুব সমাজের পথচলা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি মনে করেন, উক্ত অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া দরকার। প্রশাসনের সাথে সাথে প্রতিটি অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি সঠিক ভাবে খেয়াল রাখতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক মোবাইলে ক্যাসিনো খেলোয়াড় বলেন, আমি দীর্ঘদিন মোবাইলে ক্যাসিনো খেলেছি কিন্তু এতে করে আমার সব কিছু ধ্বংস হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, শুধু মোবাইল ক্যাসিনো নয়,মাদকসহ যত রকম অপরাধ আমাদের নজরে আসবে আমাদের থানা টিম প্রতিটি অপরাধ দমনে প্রস্তুত আছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে নজরদারি করছি।