শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


২০২৫ সালে মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ PM

২০২৫ সালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে এই বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য ছুটিগুলো হলো— 
পবিত্র রমজান: ২ মার্চ থেকে শুরু হবে, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটির কারণে মোট ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। এই ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত টানা ১৫ দিন স্কুলে ছুটি থাকবে।
দুর্গাপূজা: এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। এই ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ অন্যান্য কিছু ছুটি পড়বে।

এছাড়া, প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিন দিন ছুটি সংরক্ষিত থাকবে, যেগুলো তারা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ছুটির তালিকায় আরও উল্লেখ রয়েছে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে— 
১. ২০২৫ সালের শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে এবং পাঠ্যপুস্তক বিতরণ সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী করতে হবে।

২. অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনি, নির্বাচনি এবং বার্ষিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। প্রতি পরীক্ষার সময় ১২ কর্মদিবসের বেশি হবে না এবং পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ বছর সংরক্ষণ করতে হবে।

৩. স্ব-স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেদের তৈরি করবে। অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।

৪. পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না, তবে বিশেষ কারণে তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে।

৫. সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদে বছরে মোট ৭৬ দিন ছুটি থাকবে।

৬. সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

৭. ছুটির মধ্যে ভর্তি কার্যক্রম এবং অন্যান্য পরীক্ষা আয়োজনের জন্য বিদ্যালয় খোলা রাখা যেতে পারে।

৮. এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়গুলোতে ক্লাস চলমান থাকবে।

এভাবে ২০২৫ সালে দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ও অন্যান্য কাজের জন্য একটি সুসংগঠিত রূপরেখা প্রদান করবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com