প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫০ PM
হ্যাকাররা ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করায় মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৮ সালে ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করায় মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মূলত তথ্য সুরক্ষা আইন। এটি ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণে বাধ্য করে।
ইউরোপের অন্যতম নিয়ন্ত্রক সংস্থাটির তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তথ্য সুরক্ষার ক্ষেত্রে একাধিকবার ইইউ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে। এ কারণে দীর্ঘ তদন্ত শেষে প্রতিষ্ঠানটিকে শুধু আর্থিক জরিমানাই নয়, আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের একটি কোডের ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেন চুরি করে। এই টোকেনের মধ্যমে ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ছবি চুরি করেছিল, যার মধ্যে ৩০ লাখ অ্যাকাউন্ট ব্যবহারকারীই ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের।