প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৯ PM
সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসধীন আছেন দুজন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ছাতক উপজেলার বিএনপির কর্মী-সমর্থক বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটের দিকে প্রাইভেটকারটি আসছিল। পথে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। প্রাইভেটকার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের প্রাইভেটকারে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মিসভার ব্যানার পাওয়া গেছে। ফলে তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।