প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩:০৩ PM
জায়মা জুবায়ের রহমান। বাবা মোহাম্মদ জুবায়ের রহমান। মা নাজনিন রহমান। নিজেকে একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান। পাবনার কাশিনাথপুরে জন্মনেয়া জায়মা বর্তমানে ঢাকায় পড়াশোনা করছেন। পাশাপাশি নিজের সঙ্গীতসহ সৃজনশীল চর্চাতেও তার মনোযোগ। এসএসসিতে জিপিএ ফাইভ থেকে শুরু করে শিক্ষাজীবনে একাধিক সম্মাননা ও সার্টিফিকেট অর্জন করেছেন।
জায়মা’র বাবা নিউইয়র্কের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তবে বাবার পরিচয়ে নয়, নিজ গুনে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়েই প্রতিষ্ঠা পেতে চান তিনি। জায়মার আগ্রহ ডকুমেন্টারী নির্মান, ট্রাভেল, লেখালেখি। সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে নাম লেখাতে চান কীনা এমন প্রশ্নে জায়মা বলেন,‘নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠায় আমার মূল লক্ষ। শিক্ষাজীবনের এই সময়টাকে গুরুত্ব দেবার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন চর্চাতে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। তবে অবশ্যই তা আমার ভাবনা ও রুচির সাথে মানানসই কিছু হতে হবে। এখন তো খুব সহজেই টিকটক করেও সেলিব্রিটি হওয়া যায়। সেই সহজ পথে আমি থাকতে চাই না। নিজের মেধাযোগ্যতা কাজে লাগিয়েই প্রতিষ্ঠিত হতে চাই।’
২০ ডিসেম্বর জায়মার জন্মদিন। জায়মাকে জন্মদিনের শুভেচ্ছা।