শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


শুরু হলো ULAB ক্যাম্পাসে সিনে কার্নিভাল এর তৃতীয় আসর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮ PM

বহুল প্রত্যাশিত সিনে কার্নিভাল 3.0, ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল (DIMFF) আয়োজিত, ১৭ ডিসেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ULAB) স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধন হয়েছে। চলচ্চিত্র, সৃজনশীলতা, এবং আনন্দের এই তিন দিনের উৎসবের প্রথম দিনটি ছিল উচ্ছ্বাসপূর্ণ , যা চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের আকৃষ্ট করেছে।
বিক্রেতারা ইভেন্টটির প্রশংসা করেছেন। ফুড ভেন্ডরের মধ্যে স্টার কাবাব তাদের আনন্দ প্রকাশ করে বলেছে, “ প্রথমদিনেই আমাদের আশাতীত বিক্রি হয়েছে। দর্শকদের ভিড় জমজমাট ছিল এবং পরবর্তী দুই দিন আরও বড় জমজমাট আশা করছি ।” ফ্রাভিশ এর একজন বিক্রেতা, একই রকম অভিজ্ঞতা জানিয়ে বলেছেন  : “আমাদের স্টলের অবস্থানটি সুন্দর এবং স্বেচ্ছাসেবকদের ব্যবহার বেশ আন্তরিক।এখানে বেশ চাহিদার কারণে আমাদের আরও ৩০ মিলি পারফিউম প্রিঅর্ডার করতে হচ্ছে ।” ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিল নাগরদোলা ।সেখানকার স্বেচ্ছাসেবকরা মন্তব্য করেছে, “দর্শকেরা এটি খুব উপভোগ করছে।”

ইভেন্টটি সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এবং দর্শকদের স্বাগত জানানো হয় নানা ধরনের আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে যেমন নাগরদোলা, আর্কেড গেমস, এবং তোতা বলে  । পরিবার ও বন্ধুদের নিয়ে ৪০+ স্টল পরিদর্শন করতে দেখা যায়, যেখানে বিভিন্ন ধরনের পণ্য, গেমস এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল। ইভেন্টের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল সিনেমাস্কোপ সিনেমাঘর, যেখানে বিশ্বের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা সবাইকে সুন্দর অভিজ্ঞতা দিয়েছে। সিনেমাঘর তাদের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। এদিকে দর্শকদের আগমনে উত্তেজনা প্রকাশ করেছেন আয়োজকরা। তাদের মধ্যে এক আয়োজক জানিয়েছেন: “ গত বছরের সাফল্যের পর বেশ প্রতীক্ষিত ছিল এই বছরের সিনে কার্নিভাল । আমাদের আরও অনেক উত্তেজনাপূর্ণ কার্যক্রম প্রস্তুত আছে, এবং আমি সত্যিই খুশি যে এত মানুষ এটি উপভোগ করছে এবং এর জন্য অপেক্ষা করছে।”

এত চমৎকার শুরু নিয়ে, সিনে কার্নিভাল 3.0 পরবর্তী দুই দিনে আরও বড় দর্শক সমাগম আশা করছে। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে:  "যেমন খুশি তেমন সাজো", "ওপেন মাইক্রোফোন", এবং "রোস্ট এন্ড টোস্ট", যা পরবর্তী দিনগুলোতে আরও বেশি আনন্দ নিয়ে আসবে। এই চলচ্চিত্র উৎসবের বাকি দিনগুলো মিস করবেন না! আরও আপডেটের জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/DIMFF.ULAB?mibextid=ZbWKwL







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com