প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৫ PM
বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
এবার ট্রান্সলেট ম্যাসেজ নামে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট বার্তা এবং চ্যানেলের আপডেটগুলো সরাসরি অ্যাপের ভিতরেই অনুবাদ করার সুযোগ পাবে। ফলে অনুবাদের জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে না। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষিত থাকবে।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ (2.24.26.9) এর ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা নিতে পারছেন। অফলাইন অনুবাদকে সমর্থন করার জন্য ব্যবহারকারীরা আগেই ভাষার প্যাক ডাউনলোড করতে পারবেন। একবার ইনস্টল হয়ে গেলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই বিভিন্ন ভাষার বার্তা পড়তে পারবেন। তবে এটি গুরুত্বপূর্ণ যে, এই অনুবাদগুলো নির্দেশমূলক হয়েছে কিনা সেটি বিবেচনা করা। কারণ অফলাইন প্রক্রিয়াকরণের কারণে মাঝে মাঝে ভুল অনুবাদও হতে পারে। যদিও ফিচারটি এখনও আরও উন্নত করা জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি গ্রুপের মধ্যে সব সদস্যদের কলে যুক্ত না করে কল করতে পারবেন।
এতে আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং মোবাইলের জন্য বেশ কিছু নতুন কল ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো গ্রুপ চ্যাটের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবেন কোন গ্রুপ সদস্যদরে তারা কল করতে চান। এর মানে গ্রুপের সবাইকে বিরক্ত না করে শুধু গ্রপের সদস্য সিলেক্ট করে কল করা যাবে। এছাড়াও ভিডিও কলে নতুন ইফেক্ট এনেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের ফিল্টারের মতো, ব্যবহারকারীরা এখন পপি ইয়ারস, আন্ডারওয়াটার, একটি ক্যারাওকে মাইক্রোফোন এবং আরও অনেক ইফেক্টের মধ্য থেকে বেছে নিতে পারবেন। এতে মোট দশটি নতুন ইফেক্ট বেছে নেওয়ার সুযোগ থাকবে।