শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


বিশ্বে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৪৬০ কোটি, বাংলাদেশে কত
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ PM

পৃথিবীর ৪৬০ কোটি মানুষ বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। তবে বাংলাদেশে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।
গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন ইনটেলিজেন্সের (জিএসএমএ) সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে আসে।

গত নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০১২ সালে যখন ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘আর ১০০ কোটি ব্যবহারকারী যোগ হওয়ার বড় কারণ হবে মোবাইল।’ জিএসএমএ বলছে, সম্প্রতি নতুন মোবাইল ইন্টারনেট সাবস্ক্রাইবারের বৃদ্ধির হার ধীরে ধীরে কমছে। ২০১৫-২১ সাল পর্যন্ত গবেষণায় প্রতি বছর বিশ্বব্যাপী ২০ কোটির বেশি নতুন ব্যবহারকারী মোবাইল ডিভাইসের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়। কিন্তু গত দুই বছরে এ সংখ্যা ১৬ কোটিতে নেমে আসে।

জিএসএমএর মোবাইল ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান ম্যাক্স কুভেলিয়ার জিয়াকোমেলি জানিয়েছেন, বিশ্বের অনেক মানুষের এখনো মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। এর মূল কারণ হলো ইন্টারনেট খরচ। যদিও সাম্প্রতিক বছরগুলোয় ডাটার খরচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এদিকে চীন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মতো দেশগুলোয় মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেশি। চীনে ৮০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮১ ও সিঙ্গাপুরে ৯৩ শতাংশ জনসংখ্যা এরই মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এ কারণেই এসব দেশে নতুন মোবাইল ইন্টারনেট সাবস্ক্রিপশনের হার ধীরে ধীরে কমে আসছে।

বাংলাদেশ, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো দেশগুলোয়ও নতুন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। বর্তমান তথ্যানুযায়ী, বাংলাদেশে ৩৭ শতাংশ, নাইজেরিয়ায় ৩৪ ও পাকিস্তানে মাত্র ২৪ শতাংশ জনসংখ্যা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এ তথ্য নির্দেশ করে, যাদের কাছে মোবাইল ইন্টারনেট পৌঁছানো সহজ ছিল, তারা এরই মধ্যে যুক্ত হয়েছে কাভারেজ এখনো একটি চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বের ৩৫ কোটির মতো মানুষ, যা বৈশ্বিক জনসংখ্যার ৪ শতাংশের সমান, এমন এলাকায় বাস করে যেখানে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের কাভারেজ নেই।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com