প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ PM
মিষ্টি স্বাদের একটি ড্রাই ফ্রুট খেজুর। শরীরের যত্ন নিতে এর ওপর ভরসা রাখা যায়। রোজ খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিন একটি করে খেজুর খেলে শরীরে কী কী উপকার মেলে? চলুন জেনে নিই-
চোখের জন্য উপকারি
চোখের কর্নিয়াকে সতেজ করে ভিটামিন এ। আর খেজুর এই ভিটামিনে সমৃদ্ধ একটি ফল। নিয়মিত খেজুর খেলে চোখের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেজুরে আছে লুটেনিন নামক উপাদান যা চোখকে সুরক্ষিত রাখে।
কোষ্ঠকাঠিন্য সারায়
চিকিৎসকের মতে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এছাড়া মুখের লালাকে ভালভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে এটি। ফলে বদহজম অনেকাংশে দূর হয়।
হাড় মজবুত রাখে
শীতে হাঁটুর ব্যথা বেড়ে যায়। ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায়। হাড় মজবুত রাখতে সাহায্য করে এসব উপাদান।
গর্ভবতী নারীদের জন্য উপকারি
গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী খেজুর। এতে উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে। খেজুরে রয়েছে ভিটামিন ও খনিজ, যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য।
ত্বকের সৌন্দর্য বাড়ায়
ত্বকের সৌন্দর্য বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা রাখে খেজুর। নিয়মিত খেজুর খেলে ত্বকের শিথিলতা দূর হয়। ত্বক ভেতর থেকে সতেজ করে তুলতে কাজ করে এটি। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দূরে রাখে খেজুর।
মস্তিষ্ক সতেজ রাখে
মস্তিষ্ক ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে অবশ্যই রোজ খেজুর খাওয়ার বিকল্প নেই। খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমায়।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে
খেজুরে রয়েছে পটাসিয়াম। তাই এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। স্ট্রোক, কোলেস্টেরল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে খেজুর। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাই প্রতিদিন খেজুর খেতে পারেন।