প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:১৩ PM
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আবু সালেহ নাসিম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মোস্তাফিজুর রহমান তুহিনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমীর্রা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে কর্মসূচী পালন করে তারা। এক সপ্তাহের মধ্যে তাদের দুজনকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক জাইমুল হাসান, আব্দুল মোমিন, সংগঠক আশিক রাব্বি, আইনজীবী মিজানুর রহমান—১, মিজানুর রহমান—২, মেহেরপুর তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীন। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী মিজানুর রহমান বলেন, আবু সালেহ নাসিম ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই এই সরকারের আমলে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর বোন এখনো এপিপি হিসেবে বহাল আছেন। অপর আইনজীবী মিজানুর রহমান বলেন, যে দুইজন আইনজীবীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের হাতে ১০টির বেশি মামলা নেয়। অথচ তাদের গুরত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, জেলা প্রশাসনের সাথে ছাত্র প্রতিনিধিদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছিল, আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করবে না।