শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


প্রেসিডেন্ট ট্রাম্প: আবার ও বিশ্বের ট্রামকার্ড
রাজু আলীম
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৫৩ PM

কমালা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ১৩২ বছরের রেকর্ড ভেঙ্গে হোয়াইট হাউসে বসতে চলেছেন এই রিপাবলিকান।

ডোনাল্ড ট্রাম্প একজন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট, যিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ট্রাম্প ১৯৪৬ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিকভাবে রিয়েল এস্টেট ব্যবসায় তার বাবার সাথে কাজ শুরু করেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশন নামে একটি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, যার মাধ্যমে তিনি নিউইয়র্ক শহরে বিভিন্ন বিলাসবহুল হোটেল, ক্যাসিনো, এবং গল্ফ কোর্স নির্মাণ করেন।
ট্রাম্প টেলিভিশনে "দ্য অ্যাপ্রেন্টিস" নামক রিয়েলিটি শো পরিচালনার জন্যও বিখ্যাত ছিলেন, যা তাকে আরও পরিচিত করে তোলে। ২০১৫ সালে তিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হন এবং ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। তার প্রশাসন বাণিজ্য, অভিবাসন, স্বাস্থ্যসেবা এবং বৈদেশিক নীতিতে কিছু বিতর্কিত পদক্ষেপ নেন।
ট্রাম্পের চার বছরের শাসনকালে মার্কিন রাজনীতিতে বেশ পরিবর্তন আসে। বিশেষ করে চীন ও মেক্সিকো নিয়ে তার কঠোর নীতি এবং অভ্যন্তরীণ সংস্কারের উদ্যোগ। তবে, ট্রাম্পের সময় বেশ কিছু বিতর্কও তৈরি হয়, যার মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা উল্লেখযোগ্য। এছাড়াও, তার কর্মকাণ্ডকে ঘিরে বেশ কয়েকটি তদন্ত হয়েছে, যার মধ্যে অভিশংসনও অন্তর্ভুক্ত ছিল। তার সমর্থকরা তাকে একজন সোজাসাপ্টা নেতা হিসেবে দেখে থাকেন, যারা অভিজাত রাজনৈতিক পরিমণ্ডল থেকে ভিন্ন। অন্যদিকে, তার সমালোচকেরা তাকে বিভাজনমূলক নেতা হিসেবে অভিহিত করে থাকেন।

ডোনাল্ড জে ট্রাম্প এর জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, নিউইয়র্কের কুইন্সে। ২০১৫ সালের ১৫ জুন হঠাৎই প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠেন তিনি। ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী। মা মেরি ট্রাম্প স্কটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প চতুর্থ। ১৩ বছর বয়সে ট্রাম্পকে পাঠানো হয়েছিলো সামরিক একাডেমিতে। ট্রাম্প বিভিন্ন সময়ে বলেছেন, ওই সময়টিই তার জীবনের সেরা। তবে ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধে না গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক করেন ট্রাম্প।

ক্ষমতায় থাকাকালীন সময় অভিবাসী ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রভাবে সমালোচিত হয়। তার বিরুদ্ধে অশালীন আচরণ ও যৌন হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে। যদিও বিভিন্ন টিভি টক শোতে গিয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন সবসময় আলোচনা ও সমালোচনার মধ্যে থাকতে ভালোবাসেন তিনি।
এবারের নির্বাচনের আগেও তিনি নানা অভিযোগে অভিযুক্ত হলেও তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে পারেনি কেউ। তিনি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণ করার পর বিশ্বব্যাপী চাঞ্চল্য তৈরি হয়। গত জুলাইয়ে নির্বাচনী প্রচারনায় অলৌকিকভাবে আততায়ীর গুলি থেকে বেঁচে যান তিনি। এতে তার রাজনৈতিক অভিজ্ঞতায় যুক্ত হয় নানারকম চ্যালেঞ্জ। সমস্ত প্রতিকূলতা ও চ্যালেঞ্জ জয় করে রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি জয় লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভ্যুদয় ঘটে এক অতি ক্যারিশমেটিক কিছুটা ক্ষ্যাপা বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের। আগামী চার বছর বিশ্ববাসী তার কাছ থেকে নতুন নতুন চমক আশা করতেই পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা মধ্য প্রাচ্যে চলমান যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন বলে অনেক বিশ্লেষক ধারণা করেন। বিশ্ববাসী একটি শান্তিপূর্ণ যুদ্ধহীন পৃথিবী দেখতে ডোনাল্ড ট্রাম্পের মত প্রেসিডেন্টের ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তিতে।

লেখক: রাজু আলীম, কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্ব







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com