প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩১ PM
রাজশাহীর বোয়ালিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ রায় দেন। আলী রায়হান হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানায় পুলিশ।
এর আগে রুবেলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে বোয়ালিয়া থানা পুলিশ। পরে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছিল রুবেল। ভিডিওতে দেখা যায়, সেদিন তিনি দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন।
সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর তাকে ধরতে মাঠে নামে র্যাব। গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ জানান, কুমিল্লা থেকে রুবেলকে গ্রেফতারের পর শনিবার গভীর রাতে রাজশাহীতে নিয়ে আসে র্যাব। সেখান থেকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আদালতে হাজির করেন। রুবেল রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রুবেল পরপর দুইবার রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তার নামে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ছয়টি মামলা রয়েছে। ছয়টি মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।