প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৮ PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছরা বন বিটের লক্ষ টাকা মূল্যের গাছ দিনে-দুপুরে কেটে নেওয়া হচ্ছে। খোদ বন বিভাগের কর্মকর্তারাই এসব গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংরক্ষিত এই বনাঞ্চলে আগে প্রায়ই গাছ চুরি হলেও বর্তমান সময়ের মতো কখনোই এরকম গাছ চুরির ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন। এছাড়াও স্থানীয়রা জানান কেউ বাধা বা কিছু বললে বন ভিলেজের দিয়ে মামলার হুমকি দেওয়ান বন বিট কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়,মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেনঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের কামারছড়া বন বিটে উঁচু-নিচু টিলা আর পাহাড়ে ঘেরা এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ওষুধি গাছ। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ রোপণ করা হয়েছে। এই বনের ফানি খুদা পূর্ব সাইড থেকে গাছ কেটে সাবাড় করে ফেলেছে একটি সংঘবদ্ধ চক্র। যার কারণে পড়ে আছে শত শত গাছের গুঁড়ি ও ডালপালা। এসব গাছের মূল্য বর্তমান বাজারে প্রায় কোটি টাকা।
বনের পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের বাসিন্দা রুবেল মিয়া বলেন, আমি এখানে গরু চড়াতে আসি। প্রায়ই দেখি বনের কর্মকর্তারা গাছ কাটেন। গাছ কেটে তারা নিয়ে যান। অনেক সময় বড় বড় গাড়ি দিয়েও গাছ নিয়ে যান। কেউই মামলার ভয়ে বাধা দেয় না।পথচারি মুজাহিদ বলেন, আমার লেবু বাগানে যাওয়া আসার সময় বিটের রাস্তা দিয়ে চলাচল করি। প্রায়ই দেখি বনের লোকেরা গাছ কাটতেছে। তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও জানাযায়,বন বিট কর্মকর্তা আহমদ আলী বন ভিলেজের করিম,সিজিল,মুসাহিদ মিয়াসহ বেশ কয়েকজনের সহযোগিতায় গাছ কেটে পাচার করে থাকেন। এবিষয়ে কথা বলতে বন বিট কর্মকর্তা আহমদ আলীর যোগাযোগ করলে তিনি বলেন আমি সিলেটে মেলায় আছি এখন কথা বলতে পারবো না। এবিষয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আগে কেউ শুনিনি। এখন যেহেতু শুনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।