রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


আজ হাসান জাহাঙ্গীর এর জন্মদিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:০০ PM আপডেট: ৩১.১২.২০২২ ৫:০৩ PM

প্রতিবছর এই দিনটি আসলে জন্মদিন উপলক্ষে- হাসান জাহাঙ্গীর-অন্যদের মত বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান করে কেক কেটে জন্মদিন পালন করেন না। অন্যদের থেকে একটু অন্যরকম করে দিনটি কাটান। বিশেষ করে জন্মদিন উপলক্ষে-  হাসান জাহাঙ্গীর-গরিব-দুঃখীদের মধ্যে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেন। পাশাপাশি মাদ্রাসার কোরআনের পাখিদের নিয়ে এবং এতিমদের সাথে সময় কাটান। তাদের মধ্যে জামা কাপড় কম্বল বিতরণ এবং একসাথে বসে দুপুরের খাবার খেয়ে থাকেন। জন্মদিনের উপলক্ষে-একান্ত কাছের বন্ধুবান্ধব! খিলগাঁও এ বেড়ে ওঠা বন্ধুদের নিয়ে বিকেলে গল্পগুজব করেন। মিডিয়া কর্মী- সাংবাদিক বন্ধুদের নিয়ে রাতে চা চক্রের আয়োজন এ যোগ দেন। কেক কাটেন তার ভক্তদের আয়োজনে অংশগ্রহণ করেন। তাদের সাথে সময় দেন। কেক কাটেন। 


এবারের জন্মদিন উপলক্ষে রয়েছে হাসান জাহাঙ্গীরের বড় চমক। পহেলা জানুয়ারি ২০২৩ থেকে- বৈশাখী টিভিতে শুরু হচ্ছে.. ফ্যামিলি ডিসটেন্স.. নামের দীর্ঘ ধারাবাহিক নাটক! নাটকটি প্রতি শনি রবি সোম বার.. রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে! বাংলাদেশের লিজেন্ড আর্টিস্ট.. আবুল হায়াত. দিলারা জামান - ডলি জহুর- ওয়াহিদা মল্লিক জলি - চিত্রলেখা গুহ - সাবেরী আলম
সহ প্রায় ২২ জন স্টার আর্টিস্ট অভিনয় করেছেন এই সিরিয়ালে। বর্তমান যুগে ফ্যামিলির ড্রামার নাটক খুবই কম দেখা যায়। ট্রেন্ডি নাটকের ভিড়ে হাসান জাহাঙ্গীর সামাজিক এবং পারিবারিক গল্পের  নাটকে লিজেন্ড এই ছয় জন আর্টিস্টকে একসাথে নিয়ে নাটক নির্মাণ করে মিডিয়াপাড়ায় ফেলে দিয়েছে। বরাবর যে ধরনের নাটক দর্শকদের হাসান জাহাঙ্গীর উপহার দিয়ে থাকেন... টোটাল  ব্যতিক্রম গল্পের নাটক নির্মাণ করে.. তার  নির্মাণের মুনশিআনার পরিচয় তুলে ধরেছেন। নতুন বছরে আরো কিছু নতুন চমক দিবে.. সামনের দুই ঈদে.. এই ধরনের মত প্রকাশ করেন তিনি। জন্মদিনে সবার দোয়া এবং ভালোবাসা কামনা করেছেন। এই জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com