রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৮:৪৫ PM

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
খন্দকার মাহবুবের জুনিয়র মাসুদ রানাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্যারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

ফুসফুসে পানি আসায় গত সোমবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই আইনজীবীকে। অবস্থার অবনতি হলে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চেকআপ করে দেশে ফেরেন সিনিয়র এই আইনজীবী।
৮৬ বছর বয়সী খন্দকার মাহবুব এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com