রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


মুক্তি পেলো প্রাণের তিন সিনেমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৭:৫৪ PM

প্রাণ রায়, নাটকের ও সিনেমার অনবদ্য, ভার্সেটাইল অভিনেতা। বছরের শেষপ্রান্তে এসে গুণী এই অভিনেতার তিন তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে আউয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’, এম সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা ৭১’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’। ‘মেঘ রোদ্দুর লেখা’ সিনেমায় প্রাণ অভিনয় করেছে একজন পুলিশ অফিসারের চরিত্রে, ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমায় তিনি অভিনয় করেছেন রাজাকারের দুষ্টু সন্তান চরিত্রে এবং ‘পায়ের ছাপ’ সিনেমায় অভিনয় করেছেন একজন বাবার ভুমিকায় দুই বয়সের চরিত্রে। প্রাণ জানান এরইমধ্যে ‘পায়ের ছাপ’ ও ‘মেঘ রোদ্দুর খেলা’ এই দুটি সিনেমা তিনি নিজে দেখেছেন। দু’্একদিনের মধ্যে তিনি ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাটিও দেখবেন হলে গিয়ে। তবে কবে দেখবেন তা এখনো চূড়ান্ত করেননি। ‘বীরাঙ্গনা ৭১’এর সহশিল্পীদের সঙ্গে নিয়ে তার নিজ স্ত্রী চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী’কে সঙ্গে নিয়ে তিনি সিনেমাটি উপভোগ করবেন। প্রাণ রায় বলেন,‘ বিজয়ের মাসের একদম প্রায় শেষের দিনেই মুক্তি পেলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের সিনেমা বীরাঙ্গনা ৭১। এই সিনেমায় আমি একটি দুষ্টু চরিত্র অভিনয় করেছি। বছরের শেষপ্রান্তে এসে নিজের অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের একটি সিনেমা মুক্তি পেলো, এটা সত্যিই ভীষণ ভালোলাগার। আরো বেশি ভালোলাগার হলো বছরের শেষপ্রান্তে আমার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেলো। 


এটা বছরজুড়ে অনেক শ্রম নিয়ে, কষ্ট করে কাজ করার ফল। আমি প্রত্যেক সিনেমার পরিচালকের প্রতি কৃতজ্ঞ যে আমাকে তিনটি সিনেমায় তিনভাবে তিনজন পরিচালক যথাযথভাবে তুলে ধরেছেন। অভিনেতা হিসেবে ভার্সেটাইল চরিত্রগুলোতে অভিনয় করে আমিও ভীষণ তৃপ্ত। তবে এটা সত্যি আমার কাছে বারবার মনে হয়েছে যদি আরো সময় সুযোগ পেতাম চরিত্রগুলো আরো যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারতাম। এই বয়সে এসে নাটক নির্মাণের তেমন কোনো আগ্রহ নেই। আরো পরিনত বয়সে ইচ্ছে আছে সিনেমা নির্মাণের। এখন অভিনয় করে করে নিজেকে অভিনয়ে পরিপক্ক করে তোলারই চেষ্টা করছি।’ প্রাণ অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’। এরপর তার অভিনীত ‘লাল সবুজ’, ‘ডাক্তার বাড়ি’, ‘সাম্পানওয়ালা’, ‘নদীজন’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘মায়া’ মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে মান্নুর ‘অনাবৃত’, পঙ্কজ পালিত’র ‘একটি না বলা গল্প’ সিনেমা। প্রাণ রায়ের বাবা যোগেশ চন্দ্র রায় (স্বর্গীয়), মা আরতি রায়, তার তিনভাই রামকৃষ্ণ, সুভাষ ও বিভাষ। প্রাণের জš§ ১৯৭৬ সালের ২ ডিসেম্বর। 







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com