রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


মাতালের পর এবার বাটপার অধরা খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১:৫৬ PM


ঢালিউডের আলোচিত গ্ল্যামার গার্ল উঠতি তারকা অধরা খান নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। মাতালখ্যাত এই নায়িকা এবার বাটপার হয়ে পর্দায় আসবেন। শফিক হাসানের  পরিচালনায় 'দ্য ফ্রড' (বাটপার) নামক একটি চুক্তিবদ্ধ হয়েছেন অধরা খান। তিনি এই ছবিতে বাটপার চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ফেব্রুয়ারি মাসে  সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি। অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে আমার চরিত্রটি ভালো লেগেছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে এটি।



এই বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্য ফ্রড (বাটপার) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাইরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রি অন্যান্য শিল্পী - কুশলীদেরকেও পরিচয় করিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, লাবনী ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন দ্যা ফ্রড (বাটপার) সিনেমাটি প্রযোজনা করছেন শারমিন ইসলাম। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com