শিরোনাম: |
ঢালিউডের আলোচিত গ্ল্যামার গার্ল উঠতি তারকা অধরা খান নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। মাতালখ্যাত এই নায়িকা এবার বাটপার হয়ে পর্দায় আসবেন। শফিক হাসানের পরিচালনায় 'দ্য ফ্রড' (বাটপার) নামক একটি চুক্তিবদ্ধ হয়েছেন অধরা খান। তিনি এই ছবিতে বাটপার চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ফেব্রুয়ারি মাসে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি। অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে আমার চরিত্রটি ভালো লেগেছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে এটি।