সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


আবারও বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:৫৫ PM

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মূল্য হ্রাস পেয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দর আবার ঊর্ধ্বমুখী হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির পরিকল্পনার নতুন নির্দেশনার অপেক্ষায় আছেন বিশ্ববাজারে বিনিয়োগকারীরা। 
এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০৭ ডলার ৫৭ সেন্টে। এর আগের সেশনে এ স্বর্ণের মূল্য ১ শতাংশ হ্রাস পায়। তবে একই দিনে যুক্তরাষ্ট্রীয় বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৮১৪ ডলার ৩০ সেন্টে। ডলার সূচক কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। মূলত প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্যমান কমায় অন্যান্য মুদ্রা ধারণকারী ক্রেতাদের কাছে বুলিয়নের চাহিদা বেড়েছে।

আগের কার্যদিবসে ইউএস ১০ বছর মেয়াদী ট্রেজারি ইল্ড গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী হয়েছিল। কিন্তু এরপরই তা নিম্নমুখী হয়।  
সবকিছু ঠিক থাকলে শুক্রবার (৩০ ডিসেম্বর) নতুন কর্মস্থানের তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ফেডের সুদ হার বৃদ্ধি কৌশলের ওপর যা ব্যাপক প্রভাব ফেলবে। মুম্বাইয়ের কেডিয়া কম্মোডিটিজের পরিচালক অজয় কেডিয়া বলেন, মার্কিন চাকরির তথ্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি এ হার বাড়ে, তাহলে ডলার দুর্বল এবং স্বর্ণ শক্তিশালী হবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com