রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


মেহজাবীন এবার আট বছরের শিশু!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:৩১ PM

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীরা বিভিন রূপে নিজেকে উপস্থাপন করেন। ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী তার অনন্য উদাহরণ। বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে জুড়ি নেই তার। তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন ৮ বছরের শিশুর চরিত্রে।

‘কাজলের দিনরাত্রি’ নামের একটি টেলিফিল্মে আট বছরের শিশুর চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। তবে বয়সের দিক থেকে না, এ নাটকে আচরণগত দিকে থেকে আট বছর বয়সী শিশু তিনি। নাটকটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। তবে কার জীবনের গল্প এটা, তা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, সেটা টেলিফিল্মটি দেখলেই দর্শক বুঝতে পারবেন। এটুকু আশা করছি, বছরের শুরুটা সুন্দর একটি কাজের মাধ্যমে শুরুতে করতে যাচ্ছেন দর্শক।’

এ সময় মেহজাবীনকে নিয়ে ভিকি বলেন, ‘তিনি সবসময়ই চান ব্যতিক্রম চরিত্রে কাজ করতে। একটু চ্যালেঞ্জিং, ভিন্ন, নতুনত্বে মোড়ানো কিছু করতে চান। আমার কাজগুলো খেয়াল করলে বুঝবেন, আমিও তেমনই। আগের কাজের চেয়ে যেন ভিন্ন হয়, এই চেষ্টা সর্বদা থাকে। এই জায়গায় আমাদের দুজনের মিল রয়েছে। আর মেহজাবীন তার চরিত্রের জন্য শতভাগ চেষ্টা দেন। যেমন এই কাজল চরিত্রটি করার জন্য আমার সঙ্গে কয়েক দফায় বসেছেন, আলোচনা করেছেন, চিত্রনাট্য নিয়ে চর্চা করেছেন। যেহেতু এটা একটা জটিল চরিত্র। পোশাক, সংলাপ খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমার সঙ্গে অনেকবার আলাপ করেছেন। যদিও এটা টেলিফিল্ম, তিনি ওয়েব বা বড় প্রজেক্টের মতো গুরুত্ব দিয়েছেন। এটা তার ভালো দিক। এরকম আর্টিস্ট পাওয়া নির্মাতার জন্য সৌভাগ্যের ব্যাপার।’

টেলিফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে আট বছরের শিশুর মতো তার আচরণ। তাকে ঘিরেই এগিয়ে যাবে গল্প। এতে মেহজাবীনের ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com