প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:৩৭ PM
শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা আগামীকাল প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে লগইন করে শূন্যপদের সংখ্যা দেখা যাবে। সেই সঙ্গে এ দিন থেকেই আবেদন শুরু হবে। যা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ হাজার ৩৯০ জন এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে স্কুল-কলেজে ৩১ হাজার ৫০৮ এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা ৩৬ হাজার ৮৮২।
এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level) নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন (e-Application) আহ্বান করা যাচ্ছে। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হবে।
আবেদন ফি প্রদানের তারিখ ও সময়
আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ বেলা ১২টা থেকে শূন্যপদে আবেদন (e-Application) পূরণ ও ফি জমা প্রদান শুরু হবে। এছাড়া আবেদন (e-Application) জমার শেষ সময় ২৯ জানুয়ারি, ২০২৩ রাত ১২টা পর্যন্ত। এ দিন রাত ১২টা থেকে শুধু আবেদনপত্রপ্রাপ্ত (Application ID) প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।