প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৫ PM
চলতি বছরের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ১৮৭ ফেল করা পরীক্ষার্থী পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৯ জন। শনিবার ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে বোর্ডগুলো।
আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, পাস করা পরীক্ষার্থী মধ্যে ঢাকা বোর্ডে ১০৯, রাজশাহী বোর্ডে ৫৮, দিনাজপুর বোর্ডে ৮৯, যশোর বোর্ডে ৪৩, সিলেট বোর্ডে ৪১, ময়মনসিংহ বোর্ডে ৩০, চট্টগ্রাম বোর্ডে ৪৫, কুমিল্লা বোর্ডে ১১৫ এবং বরিশাল বোর্ডে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন।
এ ছাড়া ঢাকা বোর্ডে ১০৯, রাজশাহী বোর্ডে ৩৬, দিনাজপুর বোর্ডে ৩৪, যশোর বোর্ডে ৬১, সিলেট বোর্ডে ৩৮, ময়মনসিংহ বোর্ডে ৬৯, চট্টগ্রাম বোর্ডে ২৯, কুমিল্লা বোর্ডে ৩৭ এবং বরিশাল বোর্ডে ৪১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। কাঙ্ক্ষিত ফল না পেয়ে দেশের মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।