প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৭:১৬ PM
শিক্ষামন্ত্রী ড. দীপু মনির আশ্বাসে অবশেষে শাহবাগ মোড়ে নেওয়া অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন নিবন্ধনধারীরা। বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতের পর আশ্বাস পেলে সড়ক ছেড়ে দেন তারা।
এর আগে একই দিন প্যানেলে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারীদের একাংশ। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে নিবন্ধনধারীরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। পথে শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রাস্তায় বসে পড়েন।
পরবর্তীকালে আন্দোলনকারীদের পক্ষে আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক নামে তিনজন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান। পরে তাদের দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দেন মন্ত্রী।
আন্দোলনকারীদের তিন দফা দাবিগুলো হলো- ১. এক আবেদনে সব নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে। ২. সব নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ৩. ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।
গত ৫ জুন থেকে এসব দাবি বাস্তবায়নে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নিবন্ধনধারীরা। দাবি বাস্তবায়নে গত ঈদেও তারা সড়কেই অবস্থান করেছেন। তবে আন্দোলনের ২০০তম দিনেও দাবি আদায় না হওয়ায় বুধবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে বের হলে পুলিশি বাধায় সড়কেই বসে পড়েন তারা।