রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


তানভীর-নীলাঞ্জনা নীলার ‘অন্তর্বর্তী’
প্রকাশ: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ AM

চিত্তমহল প্রতিবেদক :
বেশ কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় অভিষেক হয় আবু হোরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা’র। বদরুল আনাম সৌদ পরিচালিত এই সিনেমার মধ্যদিয়ে তানভীর ও নীলা’র অভিনয় দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছিলেন। ‘গহীন বালুচর’-এ লিজার কণ্ঠে ‘তারে দেখি আমি রোদ্দুরে-দেখি আলো ছায়াতে’ গানটিতে তানভীর ও নীলা’র পারফর্ম্যান্স ছিলো মনোমুগ্ধকর। চার বছর বিরতির পর তারা দু’জন আবারো নতুন একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন। সিনেমার নাম ‘অন্তর্বর্তী’। এটি নির্মাণ করছেন এস এম কাইয়ূম। গেলো সপ্তাহে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, ‘তানভীরের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। কারণ গহীন বালুচর করতে গিয়ে আমাদের দু’জনের মধ্যে বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়েছে। যে কারণে শুটিং-এর আগে থেকেই আমি ভীষণ এক্সাইটেড থাকি। এটাও ভীষণ সত্যি যে, যেহেতু তারসঙ্গে আমার খুউব ভালো বন্ধুত্ব, রোমান্টিক দৃৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা। তারপরও এই সিনেমাতেও আবারো আমাদেরকে বন্ধুত্ব’র ভাবনা সরিয়ে গল্প’র চরিত্রানুযায়ী কাজ করতে হচ্ছে। অন্তবর্তী’র গল্পটা চমৎকার। কাজটা বেশ ভালোলাগা নিয়ে করছি।’ আবু হোরায়রা তানভীর বলেন, ‘আমি আর নীলা এখন পর্যন্ত যা করেছি বলা যায় সবগুলোই রোমান্টিক কাজ। পরিচালক কাইয়ূম ভাই আমাদের উপর ভীষণ খুশী, প্রথমত আমরা কলটাইম মেইনটেইন করছি এ কারণে, দ্বিতীয় কাজটা আমরা খুব সিরিয়াসলি করছি বলে। এই সিনেমার গল্পটা মূলত একটি বিশ্বব্যিদালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক প্রেমের গল্পের সিনেমা। খুউব ভালোভাবে কাজটি করা হচ্ছে। আমরা সবাই আশাবাদী কাজটি নিয়ে।’ পরিচালক জানান সিনেমার গল্পে তানভীর অভিনয় করছেন ধ্র“ব চরিত্রে এবং নীলাঞ্জনা নীলা অভিনয় করছেন অর্পা চরিত্রে। এদিকে তানভীর সর্বশেষ মীর সাব্বিরের পরিচালনায় ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এদিকে ‘টান’ ওয়েব ফিল্মে নীলা’র অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে। একজন লাক্স তারকা হিসেবে মিডিয়াতে নীলা’র পথচলা শুরু। এদিকে তানভীর, নীলা ও মুন অভিনীত ‘গহীন বালুচর’ সিনেমাটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে ২৭ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তানভীর এবং নীলা দু’জনই কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের কিংবদন্তী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের কাছে।
ছবি: আলিফ রিফাত









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com