শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


আবারও ডানা মেলছে জেট এয়ারওয়েজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৪:৪৭ পিএম |

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও আকাশে ডানা মেলতে যাচ্ছে ভারতের সবচেয়ে পুরনো বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। নতুন মালিকানায় ব্যবসা পুনরায় চালু করতে পরিকল্পনা জমা দেয় বিমান সংস্থাটি। তাদের এ পরিকল্পনা মঙ্গলবার (২২ জুন) অনুমোদন দিয়েছে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি)।

ব্লুমবার্গের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বর্তমানে জেট এয়ারওয়েজ পরিচালিত হবে দুবাইয়ের ব্যবসায়ী মুরারি লাল জালান এবং লন্ডনের আর্থিক উপদেষ্টা সংস্থা কালরক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মালিকানায়। এ দুটি গ্রুপ একত্রিত হয়ে জেট এয়ারওয়েজের পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা জমা দেয় এনসিএলটিতে। যা আজ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বিপুল পরিমাণ ঋণের দায়ে ২০১৯ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজের সব ধরনের ফ্লাইট। বেসরকারি বিমান সংস্থাটির বিরুদ্ধে যে পিটিশন দাখিল করেছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন ঋণদাতাদের গোষ্ঠী, তা চলতি মাসেই জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে গৃহীত হয়। তারপর থেকেই জেট এয়ারওয়েজ চালুর জন্য বিভিন্ন পরিকল্পনা চলতে থাকে। গত বছর ডিসেম্বরে দেনা শোধ করে আবারও ফ্লাইট চালুর ইচ্ছা প্রকাশ করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ফ্লাইট চালুর প্রস্তুতি শুরু করেছে জেট এয়ারওয়েজ। আগামী ছয় সপ্তাহের মধ্যেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে পারে ভারতের সবচেয়ে পুরনো এ বেসরকারি বিমান সংস্থাটি। তার আগে ফ্লাইট পরিচালনায় স্লটের জন্য আগামী ৯০ দিনের মধ্যে ভারতের বিমান নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) কাছে আবেদন জানাতে হবে জেট এয়ারওয়েজকে। স্লটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিজিসিএ।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com