শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


কোটালীপাড়ায় অসহায় কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ মে, ২০২১, ৭:০৮ পিএম |

"কৃষক বাঁচলে, বাঁচবে দেশ" এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিচ্ছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ইউনিট। আজ রবিবার সকাল ১০টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের কৃষক শেখ মো. জাকির হোসেন ও শেফালি মন্ডলের ২ একর জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা। 

ছাত্রনেতা রাজীব বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৬০ জন  নেতাকর্মী এই ধানকাটা কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র শেখ কামাল হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আজাহার শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এসময়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষদদের ধান কেটে দিচ্ছে এজন্য ছাত্রলীগের কর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই মহৎ উদ্যেগে ছাত্রলীগের যেকোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com