শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


আইসিইউতে করোনা রোগীকে সঙ্গ দিচ্ছে ‘ভালোবাসার হাত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩২ পিএম |

হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে যুদ্ধরত কোভিড-১৯ রোগীকে নিষ্ঠুর এক নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গ ছাড়া হয়ে তাকে হাসপাতালের বিছানায় কাটাতে হয় দিনের পর দিন।

নিঃসঙ্গ এসব রোগীকে ভালোবাসার স্পর্শ দিতে অভিনব কৌশল বের করেছেন ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ছোট্ট শহর সাও কার্লোসের দুই নার্স। তারা একটি গ্লোভসের ভেতর কিছুটা গরম পানি ভরে বিশেষ কায়দায় রোগীর হাতের উপর এমনভাবে রাখছেন যাতে সেই গ্লোভসের সাহায্যে রোগীরা মানুষের হাতের উষ্ণতা অনুভব করছেন।

সাও কার্লোসের সান্তা ফেলিসিয়া ইমার্জেন্সি কেয়ার ইউনিটের নার্স সেমেই আরাউজো কুনহা ও ভেনেসা ফরমেন্তন এই কৌশল অবলম্বন করছেন। তারা গ্লোভসটির নাম দিয়েছৈন ‘ভালোবাসার হাত’।

লেটেক্স মেডিক্যাল গ্লোভস গরম পানিতে পূর্ণ করে নেন কুনহা ও ভেনেসা। এরপর তারা পানিপূর্ণ বেলুনের মতো সেগুলি বেঁধে ফেলেন। এরপর তারা আইসিউতে থাকা প্রত্যেক রোগীর এক হাতের উপর একটি করে গ্লোভস রেখে দেন।

কুনহা বলেন, রোগীরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ভেনেসা মনে করেন, জীবন-মৃত্যু সন্ধিক্ষণে থাকা রোগীরা তাদের হাতে হাত রেখে কেউ সঙ্গে রয়েছে বলে অনুভব করেন।

এ দুই নার্স প্রায় এক মাস আগে এ পদ্ধতির প্রয়োগ করেছিলেন। সম্প্রতি ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। দৈনিক মৃত্যুর হিসাবে ব্রাজিল এখন বিশ্বের শীর্ষে অবস্থান করছে। মোট মৃত্যুর সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।

সাও কার্লোস শহরের আশপাশের হাসপাতালগুলিতেও এখন কৌশলটি ব্যবহার করছেন স্বাস্থ্যকর্মীরা। তাত্ক্ষণিক ফলাফল পাওয়ায় ‘ভালবাসার হাত’ এর প্রশংসা করছেন সবাই।

কুনহা বলেন, এই কৌশলের ব্যবহারে রোগীর পরিবর্তন দ্রুত ঘটছে, এটি দুর্দান্ত!







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com