শিরোনাম: |
অপহরণের আট মাস পর কিশোরী মাদ্রাসা ছাত্রী পিবিআইয়ের অভিযানে উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
|
![]() পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মুক্তাগাছা ঢলুয়া বিল রওজাতুল জান্নাত মহিলা মাদরাসায় মেশকাত জামাতে অধ্যয়নরত কিশোরী ছাত্রীর সাথে তারই চাচাতো ভাই রায়হানের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের কথা তার মা নুরজাহান বেগমকে জানায় ঐ ছাত্রী। এ কথা শুনে তার মা অন্যত্র ঐ ছাত্রীর জন্য অন্যত্র বিয়ে ঠিক করে। অন্যত্র বিয়ে ঠিক করার কথা শুনে ঐ ছাত্রী বাড়ীর কাউকে কিছু না জানিয়ে গত ১৭/০৭/২০২০ তারিখ সকালে বাড়ী থেকে বের হয়ে যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে রায়হান সহ তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করে আদালতে মুক্তাগাছা থানার সিআর মামলা নং-৫৩/২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ০৮/০৯/২০২০ তারিখ পিবিআই মামলাটি গ্রহণ করা হয় এবং মামলার তদন্তভার এসআই সাদেকুল সিকদারের উপর অর্পণ করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তির সহায়তায় অপহৃত ঐ ছাত্রীর অবস্থান শনাক্ত করে। পরে আজ বৃহস্পতিবার মুক্তাগাছার মুজাটি বটতলা এলাকায় রায়হানের ভাড়া বাসা হতে ঐ ছাত্রীকে উদ্ধার করে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হলো ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ সুপার আরো জানান। |