শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


কোটালীপাড়ায় “আলোর ফাঁদ” কর্মসূচী উদ্বোধন
কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০২ পিএম |

ধানক্ষেতে ধানের ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করার জন্য ফাঁদ হিসেবে অন্ধকারে বাতি জ্বালিয়ে গতকাল রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি মৌসুমে আমন ধানক্ষেতে ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকা-মাকড়ের উপস্থিতি জরিপের কাজ উদ্বোধন করা হয়েছে।

কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের সহযোগিতায় ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকামাকড় সনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করছে। রাতের বেলায় বৈদ্যুতিক বাল্বের আলোতে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জড়ো হয় এসব পোকামাকড়। পোকামাকড়ের দল বৈদ্যুতিক বাল্বের নিচে রাখা গামলা ভর্তি সাবান মাখা ফেনায় পানিতে পড়লে ওই সব পোকামাকড় আটকে পড়ে উঠতে পারেনা।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের সভাপতিত্বে কোটালীপাড়া উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডের উদ্যেগে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এই কর্মসূচী পরিচালনা করা হয়।  

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য, স্বপন মহালদার, বিজন বিহারী দত্ত, পার্থপ্রতিম বৈদ্য, বিকাশ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক রাজীব বিশ্বাস ও স্থানীয় কৃষাণ-কৃষাণী বৃন্দ । 

এসময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান, চলতি বছরে উপজেলার ১২ টি ইউনিয়নে ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তাই সবাই যেন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করতে কীটনাশকের পরিবর্তে আলোর ফাঁদ ব্যবহার করে এই ব্যাপারে পরামর্শ প্রদান করেছি।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com