শিরোনাম: |
৮ বছর পর আবারও বাংলা সিনেমায় ফিরতে প্রস্তুত প্রিয়াংকা
বিনোদন ডেস্ক
|
![]() সিনেমার গল্পটি অংশুমান নামে এক ছেলের কথা, যিনি প্রথমবার নিজের বাসা ছেড়ে একটি শর্টফিল্মে অভিনয় করতে আজমিরে যান। সত্যজিৎ রায়ের গল্পে, পটভূমিটি উদয়পুর এবং আজমির ছিল। তবে ছবির শুটিং দার্জিলিং এবং কলকাতায় করা হবে। পরিচালক দার্জিলিংকে বেছে নিয়েছিলেন কারণ এটি রয়ের ছোটগল্পগুলোতে অসংখ্যবার প্রদর্শিত হয়েছে। 'মাস্টার অংশুমান' ছবির লুক টেস্টের জন্য কলকাতায় রয়েছেন প্রিয়াংকা। এছাড়াও এই ছবিতে সামন্তক দ্যুতি মৈত্র, সৌম্য মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রজতাব দত্ত, কানওয়ালজিৎ সিং প্রমুখ উপস্থিত আছেন।
|