শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


৮৩টি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১, ৩:৪৮ পিএম |

ভারতীয় প্রতিরক্ষাকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল ভারতের মোদি সরকার। ভারতীয় প্রতিরক্ষা খাতে ৪৮ হাজার কোটি রুপি খরচ করতে যাচ্ছে ভারতের মোদি সরকার। যা দিয়ে কেনা হবে শক্তিশালী ৮৩ টি এলসিএ তেজস যুদ্ধ বিমান।

বর্তমানে প্রয়োজনের তুলনায় ভারতীয় বিমানবাহিনীরে হাতে ফাইটার জেট কম রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন বিমানসেনা প্রধানরা। কিন্ত বারবারই বাজেট একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দেখা দিচ্ছিলো।
সেখানে দাঁড়িয়ে এবারে ভারতের সুরক্ষার ব্যাপারে আর কমতি রাখতে রাজি নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফলে এবার ভারতের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেড বা হ্যাল-এর কাছ থেকে মার্ক ওয়ান সংস্করণের এই যুদ্ধবিমানগুলি কিনবে ভারতের কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই ৮৩ টি লাইট কমব্যাট এয়ারক্রাফট কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে এর আগে এত বড় প্রতিরক্ষা চুক্তি হয়নি বলে জানা গেছে। প্রথমে ৮৩ টি এলসিএ ফাইটার বিমান কেনার জন্য ৫৬ হাজার কোটি রুপি দাবি করেছিলো হ্যাল। তবে শেষ পর্যন্ত দর কষাকষিতে তা ৪৮ হাজার কোটি রুপিতে এসে দাঁড়ায়। গত বছর ভারতের ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল সবার আগে বিমান কেনার ব্যাপারে সম্মতি দিয়েছিলো। এবারে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি অনুমতি দিল।

জানা গেছে, আগামী ৩ বছর মধ্যেই এই ৮৩ টি এলসিএ যুদ্ধবিমান চলে আসবে ভারতীয় বায়ুসেনার হাতে। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে ৩০ টি ফাইটার স্কোয়াড্রেন রয়েছে। প্রয়োজন সেখানে ৪০ টি ফাইটার স্কোয়াডেন। প্রতিটি স্কোয়াড্রেনে ১৮ টি করে যুদ্ধবিমান থাকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস সেই ঘাটতি পূরণ করবে। এর আগে ভারতীয় বায়ুসেনায় মিগ০২১ যুদ্ধ বিমান নিয়ে বারবার নানা প্রশ্ন উঠেছে। এবারে সেই মিগের জায়গা নেবে তেজস। প্রতি ঘন্টার ২ হাজার ২২২ কিলোমিটার গতি তুলতে সক্ষম তেজস।

উল্লেখ্য, মাঝ আকাশেও জ্বালানি নিতে পারবে বিশেষ এই বিমান। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের সামরিক ক্ষেত্রে এই তেজস যুদ্ধবিমান গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com