শিরোনাম: |
দেশ জাতি ও মানুষের জন্য যেন কাজ করতে পারি: এম.এন.এইচ বুলু
নিজস্ব প্রতিবেদক
|
![]() বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা এম.এন.এইচ. বুলু বলেছেন, ‘আমি দেশ জাতি ও মানুষের জন্য যেন সব সময় কাজ করতে পারি’। আজ শনিবার (২৮ নভেম্বর) লালবাগের আমলিগোলা পার্কে মসজিদ মাদ্রাসা ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। ![]() অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা এম.এন.এইচ. বুলু বলেছেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। কাজ করি মানুষের কল্যাণে। সেবা করতে চাই দেশ ও জাতির। জনাব মিলন সাহেবও সবসময় সেবামূলক কাজ করেন। তার আন্তরিকতায় আমি মুগ্ধ। তার আব্বু আমার আব্বার খুবই ক্লোজ লোক ছিলেন। মিলন সাহেব ও আমরা খুবই ক্লোজ। তিনি আমার হার্ট-টু হার্ট। তিনি আমার ধর্মের ভাই। আমি বিশেষ করে আপনাদের নিকট দোয়া চাইবো এবং আমিও ব্যক্তিগতভাবে দোয়া করি। আন্টি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ![]() সুতরাং তার জন্য আমি মন থেকে দোয়া করি। মহান আল্লাহ মীর সাহেব এবং মিলন সাহেব ও তার পরিবার, উপস্থিত সবাইকে আল্লাহ সুস্থ ও ভালো রাখুন। মহান আল্লাহ আপনাদের পরিবারের সবার মঙ্গল করুন। বিশেষ করে মিলন সাহেব উপস্থিত যারা গণ্যমান্য সবাই যেমন জিএম কাদের, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মিলন সাহেবের পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য আন্তরিক ভাবে দোয়া করি আমাদের জন্যও আপনারা মন থেকে দোয়া করবেন। |