রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: কী আছে ভারতীয় হাইকমিশনে দেওয়া বিএনপির স্মারকলিপিতে       বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!       হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের       চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন        প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা       সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা       ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’      


বিভাগ হলে কুমিল্লা নামেই হবে: উপদেষ্টা আসিফ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:৪২ PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার উপজেলা মুরাদনগর সদরের নিজ এলাকার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, আমাদের দেশের কিছু রাজনৈতিক দল  মনে করে ভারতের আর্শিরবাদ ছাড়া ক্ষমতায় আশা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে বেশি কারোর ওপর এত বেশি আর্শিবাদ ছিল না। তারপরও তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাই কারোর আর্শিবাদের আশায় না থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেন। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যান্তরীন এবং বহির বিশ্বের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে। আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কী আছে ভারতীয় হাইকমিশনে দেওয়া বিএনপির স্মারকলিপিতে
বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!
হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের
কটিয়াদীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

2nd Edition of UNHCR x DIMFF Presents Mobile Filmmaking Workshop: Forced to Flee
সালথায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামা চাপা দিতে ডাকাতি নামে সাজানো নাটক
গাজীপুরে জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
‘‘ইসকন’’ নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিগবসে যাচ্ছেন পরীমনি?
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com