প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:৫১ PM
লক্ষ্মীপুরে ক্রীড়া সংগঠন একতা ক্রীড়া চক্রের আলোচনা সভা ও কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০নভেম্বর) বিকালে পৌর শহরের ১৪নং ওয়ার্ড অভি উল্লাহ ভূঁইয়া বাড়ির সংলগ্ন মাঠে এমন আয়োজন করা হয়।
সভায় ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, একতা ক্রীড়া চক্রের উপদেষ্টা ইসমাইল হোসেন, আবুল খায়ের, আবদুল মান্নান, মোঃ সেলিম হাজী, ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।এসময় অতিথিরা সংগঠনটির কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মোঃ কামাল ওয়াহেদ ও সাধারন সম্পাদক শাহরিয়ার সুমন। বাকিরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোঃ সালমান হোসেন।