রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ১ পৌষ ১৪৩১
 
শিরোনাম: দুই দফা বেড়ে কমল সোনার দাম       বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ       গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ       ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল       মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ       সবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব: তারেক রহমান       ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র      


স্বাস্থ্য বীমা চালু ও সমন্বিত সেবা নিশ্চিতের প্রস্তাব দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন: অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৮:৫১ PM আপডেট: ২৯.১১.২০২৪ ৮:৫৩ PM

*কার্যকর চিকিৎসা অভাবে বছরে বিদেশে চলে যাচ্ছে ৫ মিলিয়ন ডলার 
*বেসরকারি হাসপাতালে ১০ ভাগ বিনামূল্যে সেবা নিশ্চিত করার দাবি
স্বাস্থ্য বীমা চালু করাসহ ক্যান্সারের চিকিৎসায় সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব দেবে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। দেশে ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য করতে কমিশনের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি। স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ এই পরামর্শক আরও বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যানসারের চিকিৎসা না পেয়ে বাধ্য হয়েই রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে। এতে প্রায় ৫ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্মপরিকল্পনা ও কর্মসূচি কার্যকর নেই। সরকারের, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। জনগোষ্ঠীভিত্তি ক্যান্সার নিবন্ধন চালু নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা হতাশাজনক। ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। তাই স্বাস্থ্য সংস্কারের সাথে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০% সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেয়ার বিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া অলাভজনক উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান। 

অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সুপারিশের কারণে ফোরামের পক্ষ থেকে ১০ সাংবাদিককে সম্মাননা ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভীন এলিস, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু,
দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার বুদ্ধদেব কুন্ডু, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহান, দৈনিক সমকালের প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল, জাগোনিউজ ২৪.কমের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সালাউদ্দিন (জসিম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট তাওসিয়া তাজমিম, ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার তানভীরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড হালিদা হানুম আখতার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
শেখ হাসিনার নামে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের
দুই দফা বেড়ে কমল সোনার দাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১৬ জন, মৃত্যু ৩
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ আটক এক ব্যবসায়ী
ফরিদপুরের সালথায় শিক্ষা কর্মকর্তার পকেটে স্কুল সংস্কারের অর্ধকোটি টাকা
শেরপুরে যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com