প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৫:১৫ PM
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদের জাওয়াসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত নারী লতা পালমা (৪২) দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকার উজ্জল পালমার স্ত্রী। অভিযানে তার বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদের জাওয়া এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে লতা পালমা ও তার স্বামী উজ্জল পালমা মদ তৈরি ও বিক্রির ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "মাদকবিরোধী অভিযানে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ২২(১১)২৪)। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয়রা মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।