রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ১ পৌষ ১৪৩১
 
শিরোনাম: দুই দফা বেড়ে কমল সোনার দাম       বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ       গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ       ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল       মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ       সবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব: তারেক রহমান       ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র      


সাইফুলের পরিবারের জন্য এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে: ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৫:০৭ PM

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটি ব্যক্তি হোক, সংগঠন হোক। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের ভরণপোষণের জন্য একটি ফাউন্ডেশনের মাধ্যমে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ‍উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে সাইফুলের গ্রামের বাড়িতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান প্রমুখ।

উপদেষ্টারা প্রথমে সাইফুলের কবর জিয়ারত করেন। এরপর সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন দুই উপদেষ্টা। এ সময় তাঁরা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরের পর উপদেষ্টারা সাইফুলের গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ সময় বলেন, ‘গুজব থেকে যেকোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে।

শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো ফাঁদে পা দেব না।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
শেখ হাসিনার নামে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের
দুই দফা বেড়ে কমল সোনার দাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১৬ জন, মৃত্যু ৩
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ আটক এক ব্যবসায়ী
ফরিদপুরের সালথায় শিক্ষা কর্মকর্তার পকেটে স্কুল সংস্কারের অর্ধকোটি টাকা
শেরপুরে যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com