প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৯:২৬ PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জগন্নাথদিঘী ও চিওড়া ইউনিয়নে দুটি স্কুল ও একটি মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথদিঘী ইউনিয়নের কিং সোনাপুর ইসমাইল চৌধুরী কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুল মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টা এক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন (শহীদ) এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম এবং মমতাজ আক্তারের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ও সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। কাশিনগর মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বাদযোহর বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুনু কর্মকারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল আহাদ মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ও কাশিনগর মোমেনা কালামিয়া স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ,ফুলগ্রাম এম এইচ আব্দুল্লাহ গোফাইলী বালিকা দাখিল মাদ্রাসার সরকারি শিক্ষক মোহাম্মদ নজির আহমদ, বিদ্যালয়ের দাতা সদস্য ওবায়দুল হক রকি, পায়ের খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, সুখচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার ভূঁইয়া।উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাট বার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ক্বারী মামুনুর রশিদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন বিদ্যালয়ের দাতা সদস্য ওবায়দুল হক রকি।
নোয়াপুর সদরুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর সদরুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসার শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সহ-সভাপতি হাজী রুহুল আমিনের সভাপতিত্বে ও মোহতামিম মাওলানা আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক কেরাত সংস্থার ফেনী জেলার সভাপতি মুফতি আব্দুল ফাওাহ্।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মুক্তিযোদ্ধা হাজী আবু রশিদ কাস্টম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাফর উল্লাহ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,হাফেজ মাওলানা এরফান উদ্দিন আরমান, মাওলানা শফিকুর রহমান,হাজী আবুল কাশেম, হাজী আব্দুস সাত্তার,হাজী আব্দুল মালেক,হাজী মনসুর আহমেদ,সিরাজুল ইসলাম।তরুণ সমাজসেবক কাজী শাহীন রেজা, আব্দুল মুনাফ ও জাহাঙ্গীর প্রমুখ।