প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১:১৯ PM
মিনহা গ্রুপের আয়োজনে সপ্তমবারের মত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী ১৪ টি টিমের অংশগ্রহণ শেষে গত রবিবার অনুষ্ঠিত হলো ফাইনাল টুর্নামেন্ট। এফ সি লা-কর্নভ ফুটবল ক্লাব বনাম ক্লিসি আনিয়ার ফুটবল ক্লাবের মধ্যকার খেলায় ক্লিসি আনিয়ার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
উপস্থিত সকল দর্শককে স্বাগত জানান মিনহা গ্রূপের চেয়ারম্যান ও ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ। বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হক রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস । এসময় মাঠে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি নেতা মান্নান আজাদ, সুবহান খান, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌসকরিম আখন্জি , ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা আব্দুল কাদির, হুমায়ুন রশীদ, হারুনুর রশীদ, জসিম উদ্দিন গিয়াস।