রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ১ পৌষ ১৪৩১
 
শিরোনাম: দুই দফা বেড়ে কমল সোনার দাম       বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ       গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ       ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল       মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ       সবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব: তারেক রহমান       ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র      


টিয়ারশেলে পিছু হটল শিক্ষার্থীরা, এখনও থমথমে সায়েন্সল্যাব এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৩১ PM

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে সায়েন্সল্যাব এলাকায় টিয়ারশেল ছোড়ে পুলিশ। বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষই কিছু সময়ের জন্য পিছু হটলেও তারা সেখান থেকে যায়নি এবং এখনও মুখোমুখি অবস্থান করছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া শুরু করে। পুলিশ বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং ইটপাটকেলও ছোঁড়া হয়। পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে হামলা চালায়। এতে ইটপাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এর পর পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে আবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয়, তখন তাদের দিকেও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এই পরিস্থিতিতে উভয় পক্ষই পিছু হটে, তবে তারা এখনও একই স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
শেখ হাসিনার নামে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের
দুই দফা বেড়ে কমল সোনার দাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১৬ জন, মৃত্যু ৩
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ আটক এক ব্যবসায়ী
ফরিদপুরের সালথায় শিক্ষা কর্মকর্তার পকেটে স্কুল সংস্কারের অর্ধকোটি টাকা
শেরপুরে যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com