প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ PM
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লিটার অ্যালকোহল জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স-এভসেক।
সোমবার (১১ নভেম্বর) বিমানবন্দরের এক নম্বর গ্রিন চ্যানেল এলাকা থেকে এলকোহলগুলো জব্দ করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি জানান, কর্তব্যরত অবস্থায় এভসেকের একজন সদস্য বিদেশি এক যাত্রীকে কাস্টম চেকিং ফাঁকি দিয়ে সুকৌশলে বের হয়ে যেতে লক্ষ্য করেন। পরে সেই সদস্য ওই এলাকায় কর্তব্যরত কাস্টমস সদস্যকে বিষয়টি অবহিত করেন। এরপর ওই স্থানে কর্তব্যরত কাস্টমস সদস্যদের সাহায্যে সেই সন্দেহভাজন ব্যক্তির সাথে জড়িত অন্যান্য যাত্রীদের ব্যাগ চেক করা হলে ২০ লিটার অ্যালকোহল পাওয়া যায়।
প্রসঙ্গত, কাস্টমসের নিয়ম অনুযায়ী ঘোষণা না দিয়ে, সুকৌশলে কাস্টমস নিয়ম বহির্ভূত দ্রব্যাদিসহ ব্যাগ পার করে নেওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে সেই যাত্রীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয় এবং প্রমাণসাপেক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।