প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:২৯ PM
শারজাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ ২ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর গজনফরের স্পিনের মায়াবী ফাঁদে পা দিয়ে আর মাত্র ২৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় শান্তর দল। এই আফগান স্পিনার একাই আউট করেছেন ৬ টাইগার ব্যাটারকে। ম্যাচসেরা হয়ে নিজের অসাধারণ পারফরম্যান্স এবং বাংলাদেশকে ধষিয়ে দেওয়ার করন জানিয়েছেন এই স্পিনার।
প্রথম স্পেলের চেয়ে দ্বিতীয় স্পেলে শক্তিশালী বোলিং করেছেন জানিয়ে গাজানফার বলেন, 'প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি।'
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করে স্বপ্ন পূরণ হয়েছে জানিয়েছেন গাজানফার, 'চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।' দলের সিনিয়র ক্রিকেটার রাশিদ খান ও মোহাম্মদ নবী বল করার সময় পরামর্শ দিয়েছেন, 'রাশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।' এখন পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে মোট ১০ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এই স্পিনার। গতমাসে আফগানিস্তানকে ইমার্জিং এশিয়াকাপ জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।