প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:১৬ PM
কলকাতার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় এই বছর 'শেষের কবিতা' শীর্ষক একটি ফটোস্টোরিতে অমিত চরিত্র রূপায়ন করেছেন। বহুল আলোচিত এই ফটোস্টোরিতে তার সঙ্গে লাবন্য চরিত্রে আলো ছড়িয়েছেন বাংলাদেশী চিকিৎসক ও মডেল শ্রেয়া সেন। এর পাশাপাশি শ্রেয়া ও পরমের কন্ঠে শেষের কবিতার আবৃত্তির ভিডিও ও রিলিজ পেয়েছে। ডা: শ্রেয়া বাংলাদেশের পিজি হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের ওপর এম.ডি (পোস্টগ্রাজুয়েশন) করছেন। তিনি ছোটবেলা থেকেই আবৃত্তিচর্চা ও নৃত্যচর্চা করছেন। গেল সপ্তাহে এই পরমসুন্দরীর পোস্টগ্রাজুয়েশন এর ৩য় সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে শ্রেয়া যেমন সপ্রতিভ আলো ছড়াচ্ছেন, তেমনি প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও দারুন মেধার স্বাক্ষর রাখছেন। পোস্টগ্রাজুয়েশন এর তৃতীয় সেমিস্টারে দারুন রেজাল্ট করেছেন শ্রেয়া।
নিজের রেজাল্ট প্রসঙ্গে এই প্রতিবেদককে শ্রেয়া জানান, তিনি জি.পি.এ ৩.৯২ অর্জন করেছেন সেমিস্টার ৪.০০ এর মধ্যে। তিনি বলেন, আমি দেশে - বিদেশে ফরেন্সিক মেডিসিন নিয়ে আরও অনেক পড়াশোনা করতে আগ্রহী। তেমনি আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডও চালিয়ে যেতে চাই। এই বিউটি উইথ ব্রেইন জানান, কাঙ্ক্ষিত ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। কারণ, পিজি হাসপাতালে তার ব্যাচের সহপাঠীদের সবাই ভাল ফলাফল করে তৃতীয় সেমিস্টার পাশ করেছেন। সহপাঠীবৃন্দ, প্রিয় চেয়ারম্যান প্রফেসর ডা: শাহ আলম স্যার ও নিজের পরিবারের সাহায্য ছাড়া এতদূর আসতে পারতেন না বলে তিনি জানান।
বিনোদন জগতে কাজ করার বিষয়ে সুন্দরী মডেল ও ডা: শ্রেয়া সেন বলেন, আমি চিকিৎসা পেশার পাশাপশি খুব বেছে বেছে কিছু কাজ করতে চাই। মডেলিং ও অভিনয় করার প্রস্তাব আমি প্রতিনিয়তই পাই। কিন্তু একটু ভিন্নধর্মী কাজ করার বিষয়ে আমি আগ্রহী। আমার নেক্সট প্রজেক্টও হবে একটু ভিন্নধর্মী। এর জন্য আমি হোমওয়ার্ক করছি নিজেকে ওই প্রজেক্টের উপযোগী করে গড়ে তোলার জন্য। তবে আমি আগে ভাগে এটি নিয়ে বিস্তারিত বলে থ্রিলটা নষ্ট করতে চাইছি না। এই সাংস্কৃতিক অঙ্গনে কাজের বিষয়ে ভক্ত - শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি আমি।