প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:০১ PM
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়নডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল ইংল্যান্ড। বৃষ্টি আইনে ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ইংলিশরা, ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা টেনেছিল লিয়াম লিভিংস্টনের দল, ফলে তৃতীয় ম্যাচটি হয়ে ওঠেছিল সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী এই ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল। আগে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায়ই পড়তে হয়েছিল ইংল্যান্ডকে। তৃতীয় ওভারে প্রথম উইকেটের পতন হওয়ার পর প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই হারায় আরও ৩ উইকেট। একপ্রান্তে ওপেনার ফিল সল্ট টিকে থাকলেও অপরাপ্রান্তে দ্রুত আউট হন উইল জ্যাকস, জর্ডান কক্স, জ্যাকব বেথেল ও লিয়াম লিভিংস্টোন।
২৪ রানে ৪ উইকেট হারানোর পর স্যাম কারানকে নিয়ে দলের হাল ধরেন সল্ট। এ দুজন মিলে গড়েছিলেন ৭০ রানের জুটি। ৪০ রান করে কারান আউট হওয়ার পর ক্রিজে আসেন ড্যান মৌসলি, তার সঙ্গেও ৭০ রানের জুটি গড়েন সল্ট। ৭৪ রান করে সল্ট ফেরার পর ৫৭ রান করে আউট হন মৌসলি। এরপর ত্রিশোর্ধ রানের ইনিংস খেলেছেন জেইমি ওভারটন ও জোফরা আর্চার, তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সংগ্রহ পেরিয়ে যেতে তেমন একটা বেগ পেতে হয়নি ওয়েসয় ইন্ডিজের। বরং ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ই তুলে নিয়েছে স্বাগতিকরা। আর তা সম্ভব হয়েছে ওপেনার ব্র্যান্ডন কিং ও কিসি কার্টির জোড়া শতকের সুবাদে।
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে, এভিন লুইস ১৯ রানে ফেরার পর ক্রিজে কিংয়ের সঙ্গী হন কার্টি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েছিলেন ২০৯ রানের জুটি। জয় থেকে দল যখন আর ১৩ রান দূরে তখন আউট হন কিং। তার আগেই অবশ্য নিজের সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি, করেন ১১৭ বলে ১০২ রান।
কিংয়ের সঙ্গে ২০০ রানের জুটি গড়ার পঠে শতকের দেখা পেয়েছেন কার্টিও। তিনি খেলেছেন ১১৪ বলে ১২৮ রানের ইনিংস, তার অপরাজিত এই ইনিংসের সুবাদেই ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ৮ উইকেটের এই জয়ে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা।