রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন ড. ইউনূস       কী আছে ভারতীয় হাইকমিশনে দেওয়া বিএনপির স্মারকলিপিতে       বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!       হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের       চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন        প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা       সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা      


কিং-কার্টির জোড়া শতকে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:০১ PM

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়নডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল ইংল্যান্ড। বৃষ্টি আইনে ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ইংলিশরা, ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা টেনেছিল লিয়াম লিভিংস্টনের দল, ফলে তৃতীয় ম্যাচটি হয়ে ওঠেছিল সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী এই ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল। আগে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায়ই পড়তে হয়েছিল ইংল্যান্ডকে। তৃতীয় ওভারে প্রথম উইকেটের পতন হওয়ার পর প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই হারায় আরও ৩ উইকেট। একপ্রান্তে ওপেনার ফিল সল্ট টিকে থাকলেও অপরাপ্রান্তে দ্রুত আউট হন উইল জ্যাকস, জর্ডান কক্স, জ্যাকব বেথেল ও লিয়াম লিভিংস্টোন।

২৪ রানে ৪ উইকেট হারানোর পর স্যাম কারানকে নিয়ে দলের হাল ধরেন সল্ট। এ দুজন মিলে গড়েছিলেন ৭০ রানের জুটি। ৪০ রান করে কারান আউট হওয়ার পর ক্রিজে আসেন ড্যান মৌসলি, তার সঙ্গেও ৭০ রানের জুটি গড়েন সল্ট। ৭৪ রান করে সল্ট ফেরার পর ৫৭ রান করে আউট হন মৌসলি। এরপর ত্রিশোর্ধ রানের ইনিংস খেলেছেন জেইমি ওভারটন ও জোফরা আর্চার, তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সংগ্রহ পেরিয়ে যেতে তেমন একটা বেগ পেতে হয়নি ওয়েসয় ইন্ডিজের। বরং ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ই তুলে নিয়েছে স্বাগতিকরা। আর তা সম্ভব হয়েছে ওপেনার ব্র্যান্ডন কিং ও কিসি কার্টির জোড়া শতকের সুবাদে।

রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে, এভিন লুইস ১৯ রানে ফেরার পর ক্রিজে কিংয়ের সঙ্গী হন কার্টি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েছিলেন ২০৯ রানের জুটি। জয় থেকে দল যখন আর ১৩ রান দূরে তখন আউট হন কিং। তার আগেই অবশ্য নিজের সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি, করেন ১১৭ বলে ১০২ রান।
কিংয়ের সঙ্গে ২০০ রানের জুটি গড়ার পঠে শতকের দেখা পেয়েছেন কার্টিও। তিনি খেলেছেন ১১৪ বলে ১২৮ রানের ইনিংস, তার অপরাজিত এই ইনিংসের সুবাদেই ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ৮ উইকেটের এই জয়ে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন ড. ইউনূস
কী আছে ভারতীয় হাইকমিশনে দেওয়া বিএনপির স্মারকলিপিতে
বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!
হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের
কটিয়াদীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

2nd Edition of UNHCR x DIMFF Presents Mobile Filmmaking Workshop: Forced to Flee
সালথায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামা চাপা দিতে ডাকাতি নামে সাজানো নাটক
গাজীপুরে জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
‘‘ইসকন’’ নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিগবসে যাচ্ছেন পরীমনি?
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com