রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!       হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের       চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন        প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা       সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা       ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’       ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী       


আগামী দুই অর্থবছরে রাজস্ব আয় বাড়াতে সরকারের বড় পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:৫৪ PM

জাতীয় রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আগামী দুই অর্থবছরের জন্য যথাক্রমে ৬ লাখ ১৫ হাজার ৫০০ কোটি টাকা ও ৬ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৫ লাখ ৫৩ হাজার ৩০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫.২ শতাংশ বেশি। এছাড়া অন্যান্য উৎস থেকে আরও ৬২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে, যা গত বছরের তুলনায় ৫.৫ শতাংশ বেশি।

২০২৬-২৭ অর্থবছরে, এনবিআর থেকে ৬ লাখ ৩১ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪.১ শতাংশ বেশি। সেইসাথে অন্যান্য উৎস থেকে ৬৪ হাজার ০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে, যা গত বছরের তুলনায় ৫.৩ শতাংশ বেশি।

বর্তমানে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এনবিআর থেকে এবং ৬১ হাজার কোটি টাকা অন্যান্য উৎস থেকে আদায় করার লক্ষ্য রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তিন বছরের মধ্যে রাজস্ব প্রায় ১৩ শতাংশ বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে।

এনবিআর করের পরিমাণ ২০২৪ অর্থবছরে ২৮.২ শতাংশ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, এরপর ২০২৫ অর্থবছরে ১৭.১ শতাংশ, ২০২৬ অর্থবছরে ১৫.২ শতাংশ এবং ২০২৭ অর্থবছরে ১৪.১ শতাংশ বৃদ্ধি পাবে।
এনবিআরের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং সরকারের পরিকল্পনা হচ্ছে কর নীতি ও প্রশাসনকে সহজ ও কার্যকর করার জন্য যথাযথ পরিবর্তন ও সংস্কার আনা। কর নিবন্ধন, রিটার্ন দাখিল এবং কর প্রদানে ডিজিটাল পদ্ধতি ও অটোমেশনের সুযোগ বাড়ানোর মাধ্যমে কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও করদাতাবান্ধব করা হবে। বর্তমানে চলমান এসব উদ্যোগের ফলে করদাতারা আরও সহজে তাদের কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া, সরকারের কর ছাড়গুলো যাচাই-বাছাই করা হবে এবং সেই অনুযায়ী যৌক্তিক করা হবে। শুল্ক ও আয়কর সম্পর্কিত আইনগুলো আপডেট করা হয়েছে এবং এসব আইন ব্যবসাবান্ধব করতে আরও সংশোধন আনার পরিকল্পনা রয়েছে। এনবিআর বর্তমানে একটি মধ্যমেয়াদি রাজস্ব কৌশল (এমএলটিআরএস) প্রণয়ন করছে, যা আগামী পাঁচ বছরে রাজস্ব আদায়ের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি, সরকার এনটিআর উৎস থেকে রাজস্ব সংগ্রহের সম্ভাবনাও অনুসন্ধান করছে। বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যাতে তাদের লাভের অংশ সরকারকে দেয়, সেই বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, কর বহির্ভূত রাজস্ব খাতে ফি ও হার হালনাগাদ এবং সম্ভাব্য নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, যা রাজস্ব সংগ্রহে আরও সহায়ক হবে। সরকারি সেবা প্রদানের ফি ও চার্জের ডাটাবেজ তৈরি করা হয়েছে, যা আগামীদিনে রাজস্ব আদায়ে সাহায্য করবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, যাতে জনগণ তাদের ঘরে বসেই সরকারি সেবা গ্রহণ করতে পারেন এবং রাজস্ব সংগ্রহ সহজ হবে।

এদিকে, আয়কর রিটার্নের প্রক্রিয়া সহজ করতে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে, বড় কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর আয়কর রিটার্ন দাখিল ও পরিশোধের প্রক্রিয়াটি অনলাইনে সহজতর করেছে, এবং ৯ সেপ্টেম্বর থেকে করদাতারা অনলাইনে তাদের রিটার্ন দাখিল করতে পারছেন। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে এবং রিটার্নের কপি ও আয়কর সনদও অনলাইনে পাওয়া যাচ্ছে। ই-রিটার্ন সিস্টেমটি আরও সহজতর করা হয়েছে, যাতে করদাতারা তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে সহজেই নিবন্ধন করতে পারেন। সূত্র: ইউএনবি







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!
হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের
কটিয়াদীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

2nd Edition of UNHCR x DIMFF Presents Mobile Filmmaking Workshop: Forced to Flee
সালথায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামা চাপা দিতে ডাকাতি নামে সাজানো নাটক
গাজীপুরে জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
‘‘ইসকন’’ নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিগবসে যাচ্ছেন পরীমনি?
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com