প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:৩১ PM
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘ বিরতির পর আবার একদিনের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি লাল-সবুজের দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদী। দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে খেলতে নেমে বোল হাতে আফগানদের চেপে ধরেছে টাইগাররা। পাওয়ার প্লেতে ৩৬ রান করতেই ৪ উইকেট হারিয়ে বসেছে হাশমতউল্লাহ শহীদির দল।
আগে ব্যাট করতে নেমে আফগানের হয়ে ইনিংস শুরু করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। ব্যাট হাতে ওপেনিংয়ে বেশি সুবিধা করতে পারলেন গুরবাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের ফুলার লেংথে বল এগিয়ে এসে ড্রাইভ করতে যেয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে নামের পাশে ৫ রান যোগ করেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে নামেন রহমত শাহ। তাকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেবার চেষ্টা করছেন আরেক ওপেনার আতাল। গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় আফগানরা। ১৩ বলে ২ রান করা রহমতকে সাজঘরে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান।
এরপর দ্রুতই আফগান শিবিরে আরও জোড়া আঘাত হানেন দ্য ফিজ।। অভিষিক্ত সেদিকউল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন তিনি। সেদিকউল্লাহ ২৯ বলে ২১ ও ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৬ রান।