প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:০২ PM
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৪৭০জনক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ সহ ডিএপি এবং এমওপি, সার বিতরনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্তেঅন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মামুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,রফিক, উপসহকারী কৃষি অফিসার আলতাব হোসেন, মাইনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, শংকর কুমার সরকার প্রমুখ। এছাড়াও বিনামূল্যে সার ওবীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।