প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:০৩ PM
বাঙালি জাতিগোষ্ঠীর চেতনায় একাকার হয়ে আছে সাহিত্য-সংস্কৃতি। পৃথিবীর সকল প্রান্তেই বাঙালিরা তাদের গৌরবময় সাংস্কৃতিকে লালন করে। তারই ধারাবাহিকতায় ‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ নামে একটি নতুন সাংস্কৃতিক গোষ্ঠীর জন্ম শুভ লগ্ন উপলক্ষে সংস্কৃতি কর্মীরা জার্মানির একটি কফি হাউজে মিলিত হয়। (Back Werke Offenbach am) সভায় সংগঠনের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের পক্ষ থেকে আগামী ২০২৫ সালে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে ‘নিস্বন’ পত্রিকার পুন:প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া,লেখক দার্শনিক ড. প্রভু মজুমদার,টেলিফোনে লেখক প্রকৌশলী আনিস হক,টেলিফোনে কবি শাহীন হাসান,লেখক মীর আব্দুল গনি, আব্দুল কাইউম মানিক, সাংবাদিক ফাতেমা রুমা, রুমিজা রশিদ,মাহবুরুর রহমান, মোহাম্মদ হারুনুর রশীদ ও খলিলুর রহমান রাজু।