প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৭:৪২ PM
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় একগাল ওরফে রাজ (২৮) নামে এক হিরোইন বিক্রেতা নিহত হয়েছে। তিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেলের হিরোইন বিক্রেতা গ্রুপের সদস্য ছিলেন।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৪টায় জেনেভা ক্যাম্পের সেক্টর-৭ এলাকায় বোমা বিস্ফোরণে নিহত হয়।
জানা যায়, নিহত একগাল ওরফে রাজ জেনেভা ক্যাম্পের আল ফালাহ মেডিকেলের সামনে সোহেল ওরফে বুনিয়া সোহেলের হিরোইন বিক্রি করতেন। জেনেভা ক্যাম্পের উত্তর পার্শ্বের সড়কে হালিম বিক্রি করেন আফসার আলী। গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে তিনি জানান, গতকাল রাত দুইটা থেকে চারটা পর্যন্ত প্রায় ২০টির বেশি বোমা ফাটানো হয়েছে ক্যাম্পটিতে। শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে জানান এই প্রত্যক্ষদর্শী। এসময় একজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আজকে সকালে জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। তবে, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের কেউ অভিযোগ বা মামলা করতে আসেনি। আমরা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব। বিকাল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।