প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৭:৫৫ PM
দীর্ঘদিনের সাধারণ জনগণের ভোগান্তি ও জনদুর্ভোগ নিরসনে একটি রাস্তা নির্মাণ করেছে যুবদল। গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিকেলমোড়)হতে আক্তাপাড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারন হয়েছিল। এই রাস্তা দিয়ে প্রতিদিন কপাটিয়াপাড়া,আক্তাপাড়া,সিংগারদীঘী সহ প্রায় ১০ গ্রামের লোকজন চলাচল করে।
রাস্তাটি প্রায় বেশ কয়েক বছর যাবৎ কোন সংস্কার করা হয়নি।
গাজীপুরের শ্রীপুরস্থ মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড় জলাবদ্ধতায় স্থানীয়দের গলার কাঁটা হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সীমাহীন। পথচারী, অটোরিকশা এবং ব্যবসায়ীদের ভোগান্তির শেষ নেই। শ্রীপুর দেশের অন্যতম একটি শিল্পাঞ্চল হওয়ায় মেডিকেল মোড়ের আশেপাশেও ২০-২৫ টি ছোট-বড় মিল ফ্যাক্টরি রয়েছে। যেখানে প্রায় অর্ধলাখ শ্রমিকদের নিয়মিত কেনাকাটা এবং উঠাবসা এই মোড়ে। এছাড়া ১ নং চকপাড়া, ২নং চকপাড়া, সিংগারদিঘী, কপাটিয়াপাড়া, জুনাকি, আজুগী চালাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই মোড়। যে কারণে চাকরিজীবী এবং স্থানীয় সব মিলিয়ে প্রতিনিয়ত লাখো মানুষের চলাফেরা এখানে। কিন্তু বিগত কয়েক বছর ধরেই এই মোড়ের জুনাকির দিকের ৫ শ গজ রাস্তায় হাঁটু সমান পানি। সব সময় জলাবদ্ধতা থাকে। পানি জমে থাকার কারণে পুরো জায়গা জুড়েই খানা-খন্দে ভরে গেছে। ঝুকিপূর্ণভাবেই যাত্রী নিয়ে অটোরিকশা পারাপার করে।

এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে পোস্ট হলে গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার রোববার দিনব্যাপী নিজস্ব অর্থায়নে ইট, বালু ও খোয়া দিয়ে সড়কটির ব্যাপক সংস্কার করে দেন। যাতে সহজেই যানবাহন চলাচল করতে পারে। এ সময় আরিফুল ইসলাম সংবাদ প্রতিদিনকে বলেন, "আমি স্বৈরাচারী সরকারের সময় ব্যপক জুলুম অত্যাচারের স্বীকার হয়েছি। হাসিনার পতন হয়েছে। এখন আমরা কাজের সুযোগ পেয়েছি। তাই সব সময় জনকল্যাণমূলক কাজেই নিজেকে নিয়োজিত রাখতে চাই। "
সড়কটি সংস্কারের সময় উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, মাওনা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন, মাওনা ইউনিয়ন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা হারুন অর রশীদ খান, রবীন খান, জুয়েল খান, মাওনা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লিটন, মাওনা ইউনিয়ন যুবদল নেতা আমির হোসেন আমু সহ প্রমুখ।
স্থানীয় জনতার ভাষ্যমতে , আরিফুল ইসলাম নিজ অর্থায়নে এ পর্যন্ত ১০-১২টি গ্রামীন সড়কের সংস্কার কাজ করেছেন। অনুদান, শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায়দের চিকিৎসা সেবাসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে এই যুবদল নেতার রয়েছে অবদান।